ঋণ খেলাপীর দাঁয়ে নৌকা মার্কার প্রার্থী হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১ ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১ ১৭:১৩

ছবি সমসাময়িক

পি কে রায়, (দিনাজপুর) প্রতিনিধি।।

ঋণ খেলাপীর দাঁয়ে আসন্ন চতুর্থ ধাপের দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক হাফিজ সরকারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ কমপ্লেক্ম হলরুমে ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬, সদস্য পদে ২২৫ ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৭৪ জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপীর দাঁয়ে ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান হাফিজ সরকারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বাঁকি ৩৩৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ৩ নং আঙ্গারপাড়া ও ৪ নং খামারপাড়া ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এবং ৫ নং ভাবকি ও ৬ নং গোয়ালডিহি ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হক। এ বিষয়ে ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, "উত্তরা ব্যাংক লিঃ, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারী এর ঋণের জামিনদাতা হিসেবে একজন ঋণ খেলাপী হওয়ায় তাঁর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে বাতিল করা হয়। তবে প্রার্থীতা ফেরাতে আপিলের সুযোগ রয়েছে"।


আপনার মূল্যবান মতামত দিন: