চিরিরবন্দরে চেয়ারম্যানসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ০১:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ০১:৪৪

ছবি সমসাময়িক
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান ও ৯জন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল মালেক। গত ১২ডিসেম্বর ২০২১খ্রিঃ রোজ রবিবার সকাল ১০ঘটিকা থেকে বিকাল ৪ঘটিকা পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের দাখিলকৃত প্রার্থীগণের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এসব তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। এতে দেখা যায় ১০নং পুনট্টি ইউনিয়নের দাখিলকৃত ৪জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোঃ আব্দুস সাত্তার এর ভোটার নং ভুল ও ব্যাংকের আয়-ব্যয়ের হিসাবে গরমিল থাকার কারণে উনার প্রার্থীতা বাতিল করা হয়। অপরদিকে সাধারণ সদস্য (মেম্বার) দের মধ্যে ১নং নশরতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী মোঃ সাফিয়ার রহমান, ২নং সাতনালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রার্থীর হায়দার আলী বয়স কম হওয়ার জন্য, ও ব্যাংকের আয়-ব্যয়ের হিসেবে সমস্যার কারণে ৫নং ওয়ার্ডের প্রার্থী মোঃ মোখলেসুর রহমান। ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রার্থী সাদ্দাম হোসেন ব্যাংকের হিসেবে গড়মিল থাকার কারণে। ৬নং অমরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রার্থী মতিলাল রায় উপস্থিত না থাকার কারণে, ৮নং সাঁইতাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রার্থী মোক্তার রহমান ব্যাংকের সিসেবে গড়মিল, ১০নং পুনট্টি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রার্থী সাহাজাহান আলীর ফরমে ছবি না থাকার কারণে ও ১২নং আলোকডিহি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রার্থী মোঃ কামরুজ্জামান উপস্থিত না থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন যাছাই বাছাই কর্মকর্তাগণ। চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মালেক বলেন "প্রার্থীগণ চাইলে তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন"।


আপনার মূল্যবান মতামত দিন: