মণিরামপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শিশু দিবস পালিত

শাহাজান শাকিল, মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ০২:১৩

শাহাজান শাকিল, মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ০২:১৩

দৈনিক সমসাময়িক ফটো।

যশোরের মণিরামপুর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে আজ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে মণিরামপুর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল প্রাঙ্গণে সকাল ৯টার দিকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মণিরামপুর উপজেলা প্রশাসন, স্কুল কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মণিরামপুর উপজেলা মিলনায়তন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া মণিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি ও পলাশ ঘোষ এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি দোলখোলা মোড় থেকে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে শেষ হয়। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে যোগ দেয় আলোচনা সভায়। পরবর্তীতে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্জালয় এর সামনে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও পল্লী উন্নায়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এম পি। কেক কাটার মাধ্যমে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




আপনার মূল্যবান মতামত দিন: