নির্বাচনী জরিপে সেনা সমর্থনেও পিছিয়ে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৩

ছবি সমসাময়িক
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সেনা সমর্থনেও পিছিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৩৭.৪ শতাংশ সক্রিয় সেনা সদস্য টাম্পের পুননির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৪৩.১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইন্সস্টিটিউট পরিচালিত নতুন জরিপ থেকে সোমবার এ কথা জানা গেছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ। সম্প্রতি রিপাবলিকান ও ডেমোক্রেট দলের কনভেনশন অনুষ্ঠিত হয়। তার আগে এ জরিপ কার্য চালানো হয়। এতে অংশ নেয় ১ হাজার ১৮ জন সেনা সদস্য। তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের সেনারা এ জরিপে অংশ নিয়েছে। ফলে, এ জরিপে পুরো সামরিক বাহিনীর ভাবনার প্রতিফলন ঘটেছে বলে মিলিটারি টাইমসে উল্লেখ করা হয়েছে। যদিও ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করেছিলেন। তিনি পেন্টাগণের বাজেট বাড়িয়ে দেয়ার কথাও বলেছিলেন। কিন্তু, পেন্টাগণের নেতৃত্ব নিয়ে বারবার বিতর্কের কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মূল্যবান মতামত দিন: