অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে সোমবার সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, ‘আমার কথা শোনো’ শীর্ষক আলোচনা, চিত্রাংকন, আবৃত্তি, দেশের গান প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য দেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস, পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস, শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি, খাদিজা সুলতানা জিম, রাজদ্বীপ দত্ত প্রমুখ। ।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। #
আপনার মূল্যবান মতামত দিন: