মনিরামপুরে টাকা ছিনতাইকারী জনগণের হাতেনাতে আটক

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৭ জুলাই ২০২২ ০৬:৩৯

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২ ০৬:৩৯

ফাইল ফটো

যশোর সদর উপজেলা মনিরামপুর মহাসড়কে রামনগর ইউনিয়নে বাতানবাড়ী নামকস্থানে ৩,৩০ মিনিটে বাতানবাড়ী নামকস্থানে ছিনতাইকারী মিকাইল (২০) পিতা জাবেদ মোল্ল্যাপাড়া বাদী হাবিবুর রহমান (৫৫)পিতা নুর মোহাম্মদ গাজী রামনগর ইউনিয়ন কাজীপুর এর কাছ থেকে টাকা ছিনতাই কালে জনগণের হাতেনাতে আটক পরে স্থানীয় জনগণ ৯৯৯ নং ফোন করে এবং থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন,এস আই ফজলুসহ সঙ্গী ফোর্স এবং ছিনতাকারীকে আটক করে কোতয়ালী থানা নিয়ে যায়। জানাযায় শনিবার বিকাল ৩,৩০ ঘটিকায় সময় বাদী হাবিবুর রহমান কুয়াদা বাজার থেকে দোকানের মালামাল ক্রয় করে তিনি তার বাড়ীর উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রওয়ানা হয় পথিমধ্যে মনিরামপুর মহাসড়ক সতীঘাটা বাতানবাড়ী নামকস্থানে আসলে তার পিছন থেকে ছিনতাই কারী মিকাইল হোসেন তার সাইকেলে উঠে হাবিবুর রহমান এর সাথে হাতাহাতি করে এবং মারধর করে এবং তার কাছ থেকে টাকা ছিনতাই কালে হাবিবুর রহমান তখন চিৎকার করলে স্হানীয় জনগণ তাকে পাকড়াও করে ছিনতাইকারীকে আটক করে এবং জনগণ তাকে উত্তম মাধ্যম দিয়ে ৯৯৯ নং ফোন করে থানা পুলিশের হাতে তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নে ০৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য মারুফ হোসেন তরুসহ স্থানীয় জনগণের উপস্থিতিতে থানা পুলিশের হাতে তুলে দেন। এই ছিনতাই ঘটনার এলাকায় আতংকে বিরাজ করছে।তবে ছিনতাই কারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।




আপনার মূল্যবান মতামত দিন: