
গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোড আল আমিন সুইটস এন্ড বেকারি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গতকাল সোমবার (৮ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।এসময় বিএসটিআই অনুমোদন না থাকা ও ওজনে কারচুপির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া টঙ্গী বাজার এলাকায় টঙ্গী ড্রাগ হাউস নামে একটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সহকারি পরিচালক মাকফুর রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

আপনার মূল্যবান মতামত দিন: