প্রেমের পর উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন অতঃপর ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ১৭:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ১৭:৩৬

ছবি সমসাময়িক
  অ্যাডভোকেট রোকনুজ্জামান।। প্রেমের পর উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন অতঃপর ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা : "বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ" কথাটি কতটুকু আইন সম্মত ? ধর্ষণ বর্তমান সময়ের সব থেকে একটি আলোচিত বিষয়। ধর্ষণ খুবই স্পর্শকাতর একটি বিষয়।সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ বিরোধী বিভিন্ন ধরনের সভা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সামাজিক মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে ঝড় উঠেছে। জনগণের আহবানে সাড়া দিয়ে বর্তমান সরকার ধর্ষণ বিষয়ক আইন পরিবর্তন করে সাজার পরিমাণ বৃদ্ধি করেছে। অন্যদিকে প্রেমের আবেদন মানব জীবনে শ্বাশ্বত ও চিরন্তন। ভালোবেসে দুজন নর-নারী পরস্পরের সান্নিধ্যে আসে । ভালোবাসার পর প্রেমিকযুগল অনেক সময় পরস্পরের খুবই সন্নিকটে আসে এবং অনেক সময় তাদের ভেতর যৌন সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু পরবর্তীতে ভালোবাসা অনেক সময় তিক্ততায় রূপান্তরিত হয়। ভালোবাসার সম্পর্কে ভাঙ্গনের সুর বেজে ওঠে। প্রেমের সম্পর্ক প্রতিশোধের আগুনে দগ্ধ হয়। মেয়েরা ধর্ষণের মামলা দায়ের করে । দন্ডবিধি ১৮৬০ এর ৩৭৫ ধারায় ধর্ষণকে সংজ্ঞায়িত করা হয়েছে। ৩৭৫ ধারায় নারীর সম্মতি এবং ইচ্ছার বিরুদ্ধে যৌন স্থাপন কে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। তবে ৩৭৫ ধারায় প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপনকেও ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আইনে প্রতারণা বলতে ছেলে নিজেকে মেয়ের কাছে স্বামী হিসেবে বিশ্বাস করিয়ে যখন যৌন সম্পর্ক স্থাপন করে তখন সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। ছেলে নিজেকে যদি মেয়ের কাছে স্বামী হিসেবে বিশ্বাস করায় এবং এর ফলে মেয়ে যদি ছেলেকে স্বামী হিসাবে বিশ্বাস করে যৌন সম্পর্ক স্থাপন করে তবেই কেবল ধর্ষণ হিসেবে গণ্য হবে। ৩৭৫ ধারার কোথাও বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। তারপরও বাংলাদেশে অনেক পুরুষ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামি। এই ধরনের মামলার প্রথম দিকে আসামি হয়রানির শিকার হলেও দিন শেষে শাস্তি পায় না। এ বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগন প্রেমিকযুগলের সম্মতিতে যৌন সম্পর্কে ধর্ষণ হিসেবে গণ্য করেননি। সূত্র: 68 ডি এল আর, (এইচ ডি) ১৩৫। শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।


আপনার মূল্যবান মতামত দিন: