পটিয়া পৌরসভার ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রাম | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ০৭:২৯

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রাম
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ০৭:২৯

ছবিঃ নিউজ

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রামঃ


পটিয়া পৌরসদরের বাসস্টেশন, ডাকবাংলো মোড় ও কলেজ গেইট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও পটিয়া পৌরসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা ও সরওয়ার কামাল রাজীব ক। এসময় পটিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে সহযোগীতা করেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন বলেন, সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও ফুটপাত দখল করে কেউ যদি স্থাপনা করে তাদের উচ্ছেদের পাশাপাশি জরিমানা ও প্রচলিত আইনে শাস্তি দেওয়া হবে। এ অভিযান চলমান থাকবে।




আপনার মূল্যবান মতামত দিন: