যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩ ০৩:৩১

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩ ০৩:৩১

দৈনিক সমসাময়িক ফটো।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১ শত ৬০ বোতল ফেনসিডিলসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম অরফে সাইদুল ইসলাম মুন্সি(৫১) ও আসাদুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় যশোর জেলার মনিরামপুর উপজেলার পুরা পাড়ার মৃত ওমর ফারুক ও মৃত বাসের আলী মন্ডলের ছেলে। শুক্রবার (২৪ শে মার্চ) সকাল পোনে আটটায় যশোর জেলার চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সদের নিয়ে আজ সকাল পোনে আটটায় মনিরামপুর- চৌগাছা থানার সীমান্তবর্তী পুরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ও আসাদুলকে ১ শত ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য ৪,৮০,০০০/= (চার লক্ষ আশি হাজার) টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামি শহিদুল চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ইতোপূর্বে ২৫টা মাদক মামলা ও ০১টা খুন মামলা, ০১টা বিস্ফোরক মামলাসহ মোট ২৭টা মামলা রয়েছে। এছাড়া আজকের এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: