পটিয়ায় ৬ মামলায় গ্রেপ্তারি পরোয়নাভূক্ত দুই  আসামি গ্রেপ্তার 

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।। | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ০২:৩৪

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।।
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ০২:৩৪

দৈনিক সমসাময়িক ফটো।

পটিয়ায় ৬ মামলায় গ্রেপ্তারি পরোয়নাভূক্ত দুই সহোদর সন্ত্রাসি মোকাম্মেলন তালুকদার ও সোহেল তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে ৬টি মামলায় ওয়ারেন্টসহ মোট ১০টি মামলা রয়েছে। এদের মধ্যে মোকাম্মেলের বিরুদ্ধে ৫টি মামলার মধ্যে ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। আর সোহেলের বিরুদ্ধে ৫টি মামলার মধ্যে ৩টি মামলায় পরোয়ানা ছিলো।  তারা পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব আশিয়া নুরুনব্বী মেম্বারের বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ নুর নবী তালুকদারের পুত্র।


স্থানীয়রা জানান, মোকাম্মেল তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি, পটিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, আশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও দক্ষিণ  জেলা  ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি  বিষয়ক সম্পাদক ছিলেন। দুই ভাইয়ের নেতৃত্বে আশিয়া ও ছনহরাস্থ কেরিঞ্জা এলাকায় চাঁদাবাজি, দখল বেদখলসহ নানা অপরাধের অভিযোগে মামলা রয়েছে। ওই দুই ভাই আত্মগোপনে থেকে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলে এবং পরিচালনা করে। ওই বাহিনীতে তাদের এক ভাগিনাসহ বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে। পটিয়া থানায় নতুর ওসি প্রিটন সরকার যোগদানের পর ওই দুই সন্ত্রাসিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালায়। গত শুক্রবার ভোরে সংবাদ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে। এ সময় তাদের গ্রেপ্তারে সক্ষম হয়।  অভিযানে পটিয়া থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ, পরেশ সিকদার, বিভাস সাহা, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, এএসআই জিয়াউল হক জিয়া, কামরুল হাসানসহ বিশাল ফোর্স অংশ নেয়। 

পটিয়া থানার এসআই মোহাম্মদ আসাদুজ্জমান জানান, ওই দুই সন্ত্রাসিকে গ্রেপ্তারের পর একটি মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এলাকায় সন্ত্রাসি হিসেবে তাদের আধিপত্য রয়েছে। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তারে সক্ষম হই। তাদের গ্রেপ্তারের  পর এলাকায় বসবাসরত লোকজনের মাঝে স্বস্থি দেখা গেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াও তদন্তাধীন আরো মামলা রয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: