অবশেষে প্রশাসনের নজরে আসলো মণিরামপুরের দুই তেল পাম্প: চুরির দায়ে জরিমানা আদায়

শাহাজান শাকিল, মণিরামপুর।। | প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ২৩:৩৬

শাহাজান শাকিল, মণিরামপুর।।
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ২৩:৩৬

ছবি- নিউজ প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র

অবশেষে প্রশাসনের নজরে আসলো যশোরের মণিরামপুর উপজেলার দুই তেল পাম্প: চুরির দায়ে জরিমানা আদায় । আজ ৮ই আগস্ট মঙ্গলবার পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই তেল পাম্পে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন এই দুই তেল পাম্প তেল চুরি অর্থাৎ তেল পরিমাণে কম দিয়ে আসছিল। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দুই তেল পাম্পকে নিয়ে স্ট্যাটাস দেন ভুক্তভোগীরা। বিষয় টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মেসার্স ফিলিং স্টেশন ও মনিরামপুর ফিলিং স্টেশন কে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর ৫০ ধারা লঙ্ঘনের ( ডিসপেনসিং ইউনিট এর ফ্লোকন্ট্রোলিং ডিভাইসের সীল কাটা এবং অধিক পরিমাণে তেল সরবরাহ করার ) দায়ে উক্ত ৫০ ধারা অনুযায়ী মেসার্স মনিরামপুর ফিলিং স্টেশন কে ৫০০০/- টাকা এবং জ্বালানি তেল ( পেট্রোল) পরিমাণে কম দেওয়ায় একই আইনের ২৯-৪৬ ধারা অনুযায়ী মেসার্স জি এন ফিলিং স্টেশন কে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 গ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলী হাসান এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা আলী হাসান , পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। এছাড়াও মণিরামপুর থানার এস আই সুমন, কনস্টেবল আসাদ,কনস্টেবল মঈনুল উপস্থিত ছিলেন। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ম্যাশিন ঠিক না হওয়া পর্যন্ত সাময়িক ভাবে জি এন ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রি না করার নির্দেশনা দেন।




আপনার মূল্যবান মতামত দিন: