নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৪

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৪

ছবি- ফাইল ফটো।

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। সড়কে যানজট সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর মনিরামপুরের পৌর মেয়রকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান তাঁকে এই জরিমানা করেন।

অভিযুক্ত মেয়র কাজী মাহমুদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্যের পক্ষে কাজ করছেন। সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সারা দেশের ন্যায় মনিরামপুর বাজারে বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ। সেই মিছিল একপর্যায়ে নির্বাচনী মিছিলে রূপ নিয়েছে। মিছিলে নেতৃত্ব দিয়ে মনিরামপুর-চুকনগর সড়কে যানজট ও মোটরসাইকেল শোভাযাত্রা করায় কাজী মাহমুদুল হাসানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তথ্য- আজকের পত্রিকা। 




আপনার মূল্যবান মতামত দিন: