কেশবপুরে মটরসাইকেলে পথচারী নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার -১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১৪:০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১৪:০১

ছবি সমসাময়িক
কেশবপুর (যশোর) থেকে।। যশোরের কেশবপুরে শনিবার সন্ধ্যায় মটর সাইকেলের ধাক্কায় পথচারী কুমারেশ দাস (৭২) নিহত হয়। এ ঘটনায় নিহতের ছেলে শেখর রঞ্জন দাস বাদি হয়ে থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করেছে। মামলার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কেশবপুর-কলাগাছি সড়কের খতিয়াখালি নামক স্থানে সাবদিয়া গ্রামের আবু তালেবের ছেলে আব্দুলøাহ আল মুরাদ ওরফে মুন্নার (১৯) মটর সাইকেলের ধাক্কায় পথচারী কুমারেশ দাস নিহত হয়। সে খতিয়াখালি গ্রামের যগেশ্বর দাসের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং মটর সাইকেল জব্দসহ চালক মুন্নাকে আটক করে। এ ঘটনায় নিহতের ছেলে শেখর রঞ্জন দাস বাদি হয়ে মুন্নাসহ কামরুজ্জামানের ছেলে মাহি (২৫) ও আব্দুল আজিজের ছেলে শাওনকে (২৪) আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দীন জানান, নিহতের ছেলে শেখর রঞ্জন দাস বাদি হয়ে থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা করেছে। আব্দুলøাহ আল মুরাদ ওরফে মুন্নাকে আটক করে রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: