যশোরে উপজেলা পরিষদের উপ-নির্বাচন কে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্রিফ্রিং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০ ১০:১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০ ১০:১৯

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষে যশোর পুলিশ লাইন্স মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৯.৩০ টার সময়। আগামী কাল ১০ ডিসেম্বর ২০২০ইং অনুষ্ঠিত হবে যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। উক্ত নির্বাচন কে ঘিরে ব্রিফ্রিং প্যারেডে নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমাদের সবাইকে দায়িত্বশীল থাকতে হবে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না এবং সামাজিক দূরত্বটা নিশ্চিত করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার, অতিঃ পুলিশ সুপার,(অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার,(সদর), যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, আরআই, পুলিশ লাইন্স ,যশোর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, যশোর, অফিসার ইনচার্জ, বাঘারপাড়া, যশোর সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকতাগণ।


আপনার মূল্যবান মতামত দিন: