মণিরামপুরে বাল্য বিয়ের বর পালাতক: পিতাকে ধরে ১০ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০ ০১:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০ ০১:২০

ছবি সমসাময়িক
  মনিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে বাল্য বিয়ের দায়ে ভ্রাম্যমান আদালত কন্যার পিতাকে ১০ দিনের জেল- দিয়েছে। শুক্রবার বিকেলে ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন। আদালতের পেস্কার আবুল কালাম জানান, এদিন বিকেলে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হানা দেন। ইউএনও সৈয়দ জাকির হাসানের উপস্থিতি টের পেয়ে বরসহ বর পক্ষের লোকজন দৌড়ে পালিয়ে যান। এ সময় কন্যা ফারজানা আক্তার রিয়ার বাল্য বিয়ে দেয়ার দায়ে কন্যা ও তার পিতা আশরাফ আলীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান কন্যার পিতা আশরাফ আলীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, থানার এসআই হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।


আপনার মূল্যবান মতামত দিন: