মনিরামপুরে বোরহান হত্যাকাণ্ডে পুলিশের তদন্ত কর্মকর্তাসহ দুই জন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৩:১৯

ছবি সমসাময়িক
  মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। মনিরামপুরে ছিনতাইকারী সন্দেহে কলেজছাত্র বোরাহানুল কবিরকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তপন কুমার নন্দীকে অব্যাহতিসহ দুই কর্মকর্তাকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে প্রত্যাহারের পর যশোর পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম। এদিকে মামলার প্রধান আসামি নাইম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মনিরামপুর পৌর শহরের মোহনপুর এলাকার ট্রেকার চালকের ছেলে সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র মানসিক রোগী বোরহানুল কবির ৬ ফেব্রুয়ারি বাইসাইকেল চালিয়ে রাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টার দিকে রাজগঞ্জ-হেলাঞ্চি সড়কে খালিয়া গ্রামের রাস্তার পাশে পৌঁছলে তাকে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে কৃষ্ণবাটি গ্রামের নূর ইসলামের ছেলে নাইম হোসেনসহ অপর এক ব্যক্তি মারধর করে। এক পর্যায়ে তারা ছিনতাইকারী বলে চিৎকার করলে আশাপাশের লোকজন এসে বোরহানকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তপন কুমার নন্দীসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। কিন্তু অভিযোগ রয়েছে, তাকে চিকিৎসার পরিবর্তে হাতকড়া পরিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের বাইরে মাটিতে বসিয়ে রাখা হয়। এ সময় তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। খবর পেয়ে বোরহানের অভিভাবকরা পুলিশ তদন্ত কেন্দ্রে যান তাকে চিকিৎসার জন্য আনতে। কিন্তু তদন্ত কেন্দ্র থেকে তাকে ছাড়া হয়নি। এ অভিযোগ অস্বীকার করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাজান আলী। বোরহানের বাবা আহসানুল কবির জানান, এক পর্যায়ে মানসিক রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র দেখালে পুলিশ বেলা আড়াইটার দিকে বোরহানকে তার কাছে হস্তান্তর করে। অ্যাম্বুলেন্সে বোরহানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: