মণিরামপুরে তরমুজ কেজিতে নয় বিক্রি হবে পিচ হিসাবে- এসিল্যান্ড পলাশ দেবনাথ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১ ১৪:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১ ১৪:৩৩

ছবি সমসাময়িক
মণিরামপুর প্রতিনিধি।। টানা লেখালিখি ও দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর মণিরামপুরের তরমুজের বাজার মনিটরিং এ প্রশাসন নড়েচড়ে লাইনে তরমুজ বিক্রেতারা। কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করে বাধ্য হয়েছেন পিচ হিসাবে তরমুজ বিক্রিতে। মনিরামপুর বাজার পরিদর্শন কালে আজ (বুধবার) সকাল থেকে দেখা যায় পিচ হিসেবে তরমুজ বিক্রি করছেন বিক্রেতারা। গত কয়েকদিন ধরে দেশজুড়ে তরমুজ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসার পর বজ বুধবার সকালে বাজার তদারকিতে নামেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ। এসময় তিনি তরমুজের দোকানি ও ক্রেতাদের সাথে কথা বলেন। এবং তিনি বিক্রেতাদের কেজি দরে তরমুজ বিক্রি না করে পিচ হিসেবে বিক্রির কঠোর নির্দেশ প্রদান করে বলে এখন থেকে তরমুজ কেজিতে নয় পিচ হিসাবে বিক্রি করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য বিধি মাস্ক ব্যবহার না করায় এবং অধিক ক্রেতা সমাগম করার অপরাধে রাসেল স্টোর ও মামুন স্টোর নামে বাজারের দুই প্রসাধনী বিক্রেতাকে ৩০০ টাকা জরিমানা করেছেন। আদালতের বেঞ্চ সহকারী ফাহিম আল মোমিন এই তথ্য নিশ্চিত করেন। এসিল্যান্ড পলাশ দেবনাথ বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় তরমুজের বাজার মনিটরিং করার সময় ক্রেতার সাথে কথা বলেছি তারা জানিয়েছেন, পিচ হিসেবে ২০০ থেকে ৩০০ টাকায় তরমুজ ক্রয় করতে পারছেন তারা।


আপনার মূল্যবান মতামত দিন: