অবশেষে মণিরামপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ আগস্ট ২০২১ ১৪:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২১ ১৪:৩৬

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।প্রভাষক কিনার মন্ডলকে আসামী করে স্ত্রী পিয়া মন্ডল ও মেয়ে কথা মন্ডলের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে। গতকাল রোববার পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল বাদী হয়ে যশোরের মণিরামপুর থানায় ৩০৬ ধারায় মামলাটি করেন। মণিরামপুর থানার মামলা নং- ১০। পুলিশ শনিবার রাতে স্বামী কিনার মন্ডল আটক করেছে।মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক নেহালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কিনার মন্ডলের সাথে একাধিক নারীর পরকিয়া রয়েছে। এসকল ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ শুরু হয়। এক পর্যায়ে হতাশা থেকে স্ত্রী পিয়া মন্ডল আত্মহত্যার পথ বেঁচে নেন। সেই সাথে তিন বছরের মেয়ে কথা কেউ একই পথে নিয়েছে তার মা। পিয়ার মা শিপ্রা মন্ডলও জানিয়েছেন, তার জামাই কিনার মন্ডল একাধিক নারীর সাথে পরকিয়া করতো। এসব ঘটনা নিয়েই মেয়ে পিয়া কথা বললে শারিরীক ভাবে নির্যাতন করা হতো।
উল্লেখ্য, কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়ি রান্না ঘর থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারনা স্বামী কিনার বাড়িতে না থাকার ফাঁকে মেয়েকে গলায় রশি দিয়ে হত্যা করে একই দড়িতে মা পিয়া মন্ডল আত্মহত্যা করে। রাতে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল রোববার ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সুজাতপুর গ্রামের ননি মন্ডলের ছেলে প্রভাষক কিনার মন্ডল স্ত্রী পিয়া ও মেয়ে কথাকে নিয়ে ভাড়া থাকতেন কুলটিয়া গ্রামে ফাল্গুন মন্ডলের বাড়িতে। সে মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। এদিকে মা মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: