মণিরামপুরে জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে চাকুরীচ্যুত করতে ডকুমেন্ট দিয়ে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১ ১৪:৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১ ১৪:৫৮

ছবি সমসাময়িক

আনোয়ার পারভেজ অনুজ।।

মনিরামপুরের রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে চাকুরীচ্যুতি করতে সরকারি সকল নিয়ম মেনে ডকুমেন্ট দিয়ে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সভাপতি আপিল এন্ড আর্বিট্রেশন বোর্ড বরাবর মামলাটি দায়ের করা হয়। সরকারি বিধি মোতাবেক ৪ হাজার ৬ টাকা জমা দিয়ে মামলাটি দায়ের করেছেন উক্ত বিদ্যালয়ের সভাপতি সোহেল রানা। মামলার আরজিতে সরকারী তদন্ত প্রতিবেদনের উদৃতি দিয়ে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ১৪/০৬/২০১২ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং শিম/শা: ১১/০৩/.০৯/২৫৬, তারিখ ০৬/০৬/২০১১ পরিপত্রের পরিপন্থী নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হন। জাহাঙ্গীর আলমের সহকারী শিক্ষক হিসেবে ১ম এমপিও ভূক্তির তারিখ ০১/০১/২০০৪ ইং। নিয়োগ বোর্ডের দিন অর্থাৎ ১৪/০৬/২০১২ তারিখ পর্যন্ত তার সহকারী শিক্ষক হিসেবে অভিজ্ঞতা ছিল ৮ বছর ৫ মাস ১৩ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালা অনুযায়ী ০৪/০২/২০১০ এর পরিপত্র মোতাবেক প্রবিধানমালা অনুসারে প্রধান শিক্ষক পদে নিয়োগে সহকারী শিক্ষক হিসেবে কমপক্ষে ১২ বছর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কিন্তু জাহাঙ্গীর আলমের প্রধান শিক্ষক পদে নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়ের ০৪/০২/২০১০ তারিখের পরিপত্রের সুস্পষ্ট লংঘন। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ০৬/১০/২১ তারিখে সাময়িক বরখাস্তকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়ম, অর্থ আত্মসাত,সীমাহীন অনিয়ম এবং দুর্নীতি সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে জানাযায়, (১) জনবল কাঠামো ০৪/০২/২০১০ অনুসারে জাহাঙ্গীর আলমের প্রধান শিক্ষক হওয়ার অভিজ্ঞতা ছিলনা (২) শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক নিয়োগ কমিটি গঠন করা হয়নি (৩) উপবৃত্তির টিউশন ফিস ১ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে গরমিল (৪) দোকান ঘর ভাড়া সংক্রান্ত প্রকৃত হিসাব দাখিলে জাহাঙ্গীর আলম ব্যর্থ হয়েছেন। এসব প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রধান শিক্ষক পদে আবেদন, নিয়োগ এবং অর্থ কেলেংকারী সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের আলোকে সঠিকভাবে যাচাই বাছাই করে তাকে স্থায়ীভাবে বরখাস্তের আবেদন জানানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: