কবি- মাহমুদা রিনি'র কবিতা "শেষ পারানির সময় বয়ে যায়"

সাহিত্য ডেস্ক।। | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ১৮:৫৩

সাহিত্য ডেস্ক।।
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ১৮:৫৩

ফাইল ফটো

 

আমার তখন রুদ্র খরার আকাশ

পোড়ায় দুচোখ আগুন চৈত্রমাস

বুকের ভিতর ভিসুভিয়াস জ্বলে

সময় যেন দারুণ সর্বনাশ।

আমার তখন একলা ভীষণ ভালো
আমার তখন আলোয় বড়ো ভয়
গলায় বসে আঙুল ফাঁসের দাগ
পাঁজর ভাঙে জমাট দীর্ঘশ্বাস।

আমার তখন পনেরতে পা
উঠোন জুড়ে কনকচাঁপা রোদ
ময়ূরকণ্ঠী নীল যমুনার জল
দুই চোখে প্রেম উথলি উচ্ছ্বাস।

আমার চোখে রংধনু আকাশ
আমার তখন বিভোর সারাবেলা
হাতের মধ্যে চমকে ওঠে হাত
হৃদয় জুড়ে স্বপ্ন বোনার চাষ।

আমার তখন কপালে লাল টিপ
রঙিন আঁচল সুখ বাতাসে ওড়ে
আমি তখন আটপৌরে বড়ো
বিধি হাসে মুচকি পরিহাস!

হঠাৎ যেন অনাহুতের মতো
হাত ইশারায় ডাকে দুঃসময়
কনকপুরী ভাঙে কঠিন ঘায়ে
হৃদয় ভাঙে বিপুল জলোচ্ছ্বাস।

আমার এখন ক্লান্ত অবসর
চোখে ঘনায় আঁধার ঘনঘোর
বকুল ঝরার দিন গিয়েছে কবে-?
আবার কবে শিউলি ফোটা মাস?

চৈত্র মাসের শেষ পূর্ণিমাও যায়
পুরনো খাতায় হিসেব আকিঁবুকিঁ
আমার ঘাটে কখন হাঁকে মাঝি--
শেষ পারানির সময় বয়ে যায়!

আমার ঘাটে কখন হাঁকে মাঝি
শেষ পারানির সময় বয়ে যায়
শেষ পারানির সময় বয়ে যায়।।




আপনার মূল্যবান মতামত দিন: