যশোরের আলোচিত কথাসাহিত্যিক অলিয়ার রহমান এর কবিতা "ভুল নারী"

দৈনিক সমসাময়িক সাহিত্য ডেস্ক।। | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২ ১৭:৫৮

দৈনিক সমসাময়িক সাহিত্য ডেস্ক।।
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২ ১৭:৫৮

ফাইল ফটো

 

তোমাকে সতী সাবিত্রী বলতে

এতটুকু দ্বিধা নেই আমার।

ঠোঁটে শিশির মাখা সদ্য ফোটা
গোলাপের মত তোমার মুখ,
শ্রাবণ মেঘের মত মন উদাস করা
ঘনকালো চুল তোমার,
একগুচ্ছ মাধবী লতা ফুল যখন
তোমার উদাসী খোঁপায় বাসা বেঁধে থাকে -
তখন পৃথিবীর সবটুকু রূপ
নত হয়ে যায় তার কাছে।
তবুও তুমি আমার জন্য ভুল নারী,
অথবা আমি ভুল পুরুষ তোমার পৃথিবীতে।

তোমার পছন্দ আলো ঝলমলে দিন,
আর আমি ব্যাকুল হয়ে থাকি
জোছনায় মাতোয়ারা রাতের জন্য।
তোমার পছন্দ দুর্লভ সাদা মুক্তার হার,
আর আমি আজীবন গেঁথে গেছি
ঝরা বকুলের মালা।
তোমার পছন্দ খাঁচায় পোষা টিয়া,
আর আমি তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকি
গোধূলির লাল আলোয় ঘরে ফেরা
একঝাঁক ক্লান্ত শালিকের পানে।

তুমি মনের দামে ভালবাস আমায়,
আর আমি তোমাকে ভালবাসি জীবনের দামে




আপনার মূল্যবান মতামত দিন: