সুকুমার দাসের মৃত্যুতে কেশবপুরে স্মরণসভা

অলিয়ার রহমান | প্রকাশিত: ৮ মে ২০২৩ ০৫:৪৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ৮ মে ২০২৩ ০৫:৪৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাসের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই স্মরণসভার আয়োজন করা হয়।
উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক উৎপল দে’র সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, মধুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাসুম বিল্লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু বাপী, অনুষ্ঠান সম্পাদক সিরাজুল ইসলাম, খেলাঘরের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ  সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ বসু পল্টু।
অনুষ্ঠানের শুরুতে সুকুমার দাসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া তার স্মরণে সঙ্গীত পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। #




আপনার মূল্যবান মতামত দিন: