আজ সাগরদাঁড়িতে নয়দিন ব্যাপী মধুমেলার উদ্বোধন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ০১:০৯

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ০১:০৯

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়দিনব্যাপী মধুমলার উদ্বোধন আজ শুক্রবার (১৯ জানুয়ারি)।সাগরদাঁড়িতে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত নয়দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হবে। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে স্থানীয় মধুমঞ্চে নয়দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন প্রফেসর ড.সৈয়দ আনোয়ার হোসেন, চেয়ার অধ্যাপক , বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ৯০ যশোরের ৬ টি আসনের জাতীয় সংসদ সদস্যগণ শেখ আফিল উদ্দিন, জাতীয় সংসদ সদস্য যশোর -১, মোঃ তুহিন হোসেন, জাতীয় সংসদ সদস্য যশোর -২,কাজী নাবিল আহমেদ, জাতীয় সংসদ সদস্য যশোর-৩, এনামুল হক বাবুল, জাতীয় সংসদ সদস্য যশোর -৪, মোঃ ইয়াকুব আলী, জাতীয় সংসদ সদস্য যশোর -৫, মোঃ আজিজুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য যশোর -৬।
আরও,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রলয় কুমার জোয়ার্দার , পুলিশ সুপার, যশোর। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম মিলন,জেলা পরিষদ যশোরের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন,কেশবপুর ,যশোর।
মধুমঞ্চে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিকে,মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে নয়দিনব্যাপী মধুমেলায় অশ্লীলতা বন্ধসহ মেলা প্রাঙ্গন সংলগ্ন মসজিদের পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছে কেশবপুর কওমী উলামা পরিষদ । মঙ্গলবার বিকেলে পৌর শহরের ডাক্তারখানা জামে মসজিদে এক আলোচনা সভার আয়োজন করে ওই দাবি জানানো হয়। এছাড়া এ বিষয়ে কওমী উলামা পরিষদের পক্ষ থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেন, মধুমেলায় অশ্লীলতা বন্ধের বিষয়ে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়াও মধুমঞ্চে দেশবরেণ্য খাতিম্যান ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন,মেলা প্রাঙ্গণে কয়েকশ’ স্টল রয়েছে।
হাজারো দর্শনার্থীর সমাগম ঘটবে এ মেলায়। মহাকবির জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি হলেও এসএসসি পরীক্ষার কারণে চার দিন আগে মেলা শুরু করা হয়েছে বলে জানান আয়োজকরা। ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।#




আপনার মূল্যবান মতামত দিন: