শেকড়ের সন্ধানে সাহিত্য আসর অনুষ্ঠানে পিটিএফের চেয়ারম্যান একে আজাদ ইখতিয়ারকে সম্মাননা প্রদান

অলিয়ার রহমান | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩০

অলিয়ার রহমান
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩০

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে শেকড়ের সন্ধানের উদ্যোগে সাহিত্য আসর, মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের মাইকেল মোড়ের পিটিএফ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে সাহিত্য আসরে প্রধান অতিথি ছিলেন গবেষক ও সাহিত্যিক ডক্টর স্বন্দীপক মল্লিক। শেকড়ের সন্ধানের পরিচালক শেখ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন ইসলাম। মূখ্য আলোচক ছিলেন কবি ও গবেষক আব্দুল আলিম। অনুষ্ঠানে শেকড়ের সন্ধানের দাতা সদস্য এ কে আজাদ ইকতিয়ার দৈনিক রূপকার এর সম্পাদক হওয়ায় সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়া জাকারিয়া হোসেনের ‘ছন্দে বাস্তবতা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবি, লেখক ও সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। #




আপনার মূল্যবান মতামত দিন: