কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের-মাসিক সাহিত্য আসর

অলিয়ার রহমান | প্রকাশিত: ২ মার্চ ২০২৪ ১৯:৫৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ২ মার্চ ২০২৪ ১৯:৫৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান কেশবপুর প্রতিনিধিঃ


বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ-এর ৬ষ্ঠ সাহিত্য আসর (২ মার্চ ) শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এই আসরটি মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের উৎসর্গ করা হয়েছে।ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাসেস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি, নাট্যকার এ ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি। শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অপু দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা করেন বাসাসেস এর সহসভাপতি কবি ইব্রাহিম রেজা, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর সভাপতি কবি নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক প্রাবন্ধিক লেখক কবি তাপস মজুমদার,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কবি ও প্রাবন্ধিক মানব মন্ডল, নাট্যকার বিশ্বজিৎ ঘোষ, প্রাণবন্ত সাহিত্য আসরে কবিতা পাঠ করেন কবি ও ছড়াকার দীপক বসু, সুব্রত বসু, কবি মুনছুর আযাদ, কবি মাহমুদ- উল মামুন, কবি ও প্রাবন্ধিক আমিনুর রহমান বুলবুল, কবি এস উত্তম দাস। বাসাসেস এর সাহিত্য আসর যথানিয়মে আগামী মাসের সপ্তাহের প্রথম শনিবার অনুষ্ঠিত হবে।




আপনার মূল্যবান মতামত দিন: