দেশব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে, এরই ধারাবাহিকতায় মাগুরা জেলা প্রশাসন ও জেলার চারটি উপজেলা প্রশাসন সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিন্নভাবে বিভিন্ন স্থানে বর্ষবরণ ১৪৩১ আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে।
এদিকে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আজ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য গরুর ও ঘোড়ার গাড়ি নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ এর নেতৃত্ব শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রাটি আসাদুজ্জামান মিলানায়তনে গিয়ে শেষ হয়, মঙ্গল শোভাযাত্রা শেষে আসাদুজ্জামান মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও শালিখা মহাম্মদপুর ও শ্রীপুরেও বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন লোকজ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
আপনার মূল্যবান মতামত দিন: