রাশেদ রেজার কবিতা

রাশেদ রেজা | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪ ১৫:১৮

রাশেদ রেজা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪ ১৫:১৮

দৈনিক সমসাময়িক ফটো।।

 

মৃত্যু নাকি হত্যা?
রাশেদ রেজা

 

আমি বেঁচে আছি
অতএব, আর কী চাই!
আমার সন্তান বেঁচে আছে
তবে তো আর দরকার নাই।
ব্যস্ত পৃথিবী, তাই বলে নিষ্ঠুর কেন?
নকল- কপি করে হচ্ছো ইউরোপীয়
তা বাবা, তারা তো এভাবে মারে নাহ!

তুমি আর কবে জাগবে প্রিয় দেশ?
তুমি না ডিজিটাল!
আমি তো দেখছি -
তুমি পুরোই মাতাল।
তোমার মাথার ঠিক নেই
প্রিয় রাষ্ট্র নেতারা।

অবশ্য ঐ যে বলেছি, তোমার তো
কেউ মরেনি!!!

দড়ি ছিড়ে, বিদ্যুতের তারে, ট্রেনের ধাক্কা,
আরো আছে-
মুখোমুখি বাস- সিএনজি- ট্রাক
আর, সংখ্যা - প্রতিদিন জনা তিরিশ।

হ্যাঁ, সংখ্যাই তো বলবা!
যদি তুমি নিজে মরতে,
তুমি যদি রাষ্ট্রের পতি/ কণ্যা হতে-
তবে সংখ্যা হতো না।

তখন জাতীয় শোক মারাতে।।

শালা, শকুনের দেশে আমরা
গরুরা মরছি-
আই, আই, আতু, তু তু তু
আই- আমার তাজা রক্ত, মাংশ
খাবি আই।

এদেশে বিদেশী শত্রুর বোমা, রকেট হামলার কোন দরকার নেই
আমরা মরতে যখন শিখেছি
অন্য কেউ আমাদের মারতি পারবে না।
শালা-




আপনার মূল্যবান মতামত দিন: