কেশবপুরে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৩ মে ২০২৪ ২১:৩৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৩ মে ২০২৪ ২১:৩৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন পর্ষদের উদ্যোগে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
রবীন্দ্রজয়ন্তী উদযাপন পর্ষদের আহŸায়ক স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ও অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এইম এম আমির হোসেন, কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সহকারী অধ্যাপক লেখক তাপস মজুমদার, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কবি নজরুল ইসলাম খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল ব্যানার্জী। উপস্থাপনা করেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান। যন্ত্র সংগীত শিল্পী ছিলেন অলোক বসু বাপী, নিমাই চাঁদ নন্দন ও অনিরুদ্ধ সরকার। অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করা হয়। #




আপনার মূল্যবান মতামত দিন: