কবি সাজ্জাদ হোসেনের কবিতা ‘মা’ ডাকতে যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৩১

ছবি সমসাময়িক
 

‘মা’ ডাকতে যুদ্ধ সাজ্জাদ হোসেনের

ওরা বর্বর-ওরা হায়েনা ওরা সাম্যের গান গাহেনা। ওরা মানুষের নামধারী মানব তবু ওরা খুনি ধর্ষক দানব। বিশ্ব জুড়ে হাজার তিরস্কার বাংলায় ওদের নেই নিস্তার। পথ খোঁজ হে পাকিস্তান নইলে বাংলা হবে গোরস্থান। এ দেশ আমার মা জননী দূর যা হে কাঙালী। ওরা বর্বর-খুনি-ধর্ষক, ওদের চরিত্র লোমহর্ষক। ওরা জল্লাদ-সইব না আহ্লাদ, হটিয়ে পাকিস্তান করব জয়োল্লাস। মা জননী তুমি বলো না- আর কতো সইব ওদের ছলনা? ওরা কেন ‘মা’ ডাকতে দিবে না? জালিমের অনাচার বিধাতা সহে না। ওরা কেন মুখের ভাষা কেড়ে নিতে চাই? মাগো তোমার দুষ্ট ছেলে-মানবে কি তাই? আমজনতা মিলে করব সবাই লড়াই, মায়ের ভাষা রক্ষা করে আমরা করব বড়াই। আমরা দেশের সূর্য সন্তান জান গেলেও দেবো না মান। মাগো তুমি ক্ষমা করো শেষ প্রণাম- ভাষা রক্ষায় যুদ্ধে চললাম এবার প্রস্থান।




আপনার মূল্যবান মতামত দিন: