কবি সনৎ কুমার কুন্ডু'র কবিতা "দু'জনের অজান্তেই"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২১

ছবি সমসাময়িক

দু'জনের অজান্তেই সনৎ কুমার কুন্ডু

তোমার কর্ষী চেহারার একাংশ আমার কল্পিত বাসরের ছিন্নাংশের কিছুটা মিলে, এক পূর্ণাঙ্গ রূপ দূর নীলিমায়- নক্ষত্রের মাঝে ছড়িয়ে দিলাম।

দু'জন দু'দিকে হাঁটি কেন মুখোমুখি হই শেষে নদীর উজান ভাটি যেমন সরে সরে যায় আসে সেভাবেই ফিরে আসি... বারবার,

পলীস্তরের উপর যুগোল পদচিহ্ন জেগে থাকে স্মৃতি হয়ে মৃতশিল্পের কারুকাজের মতো বড় মাধুর্যমন্ডিত ওই রূপ দুজনের অজান্তেই,

সুর্য ডুবুডুবু বাসরের সুগন্ধ বিস্তৃত ফুল মালা জীবনের পড়ন্ত বেলায় জীবন্ত হয়ে ফুটে থাক আজীবন ।




আপনার মূল্যবান মতামত দিন: