কবি শহিদুজ্জামান মিলনের কবিতা 'শরৎ রাণী"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০ ২০:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০ ২০:৩২

ছবি সমসাময়িক

শরৎ হলো রূপের রাণী, নেই তুলনা তার। আকাশ জুড়ে শুভ্র মেঘ, আহা কি বাহার।

নদীর ধারে কাঁশের বন, পেখম মেলে ফুলে। শীতল হাওয়ার পরশ পেলে, নাচে হেলে দুলে। রাতে ফোটে শিউলি বকুল, গন্ধে ভোলে মন। ঘাসের বুকে শিশির কণা, জাগায় শিহরণ। পাঁকা তালে নতুন পিঠা, ঘরে ঘরে উৎসব। খুশির চোটে শিশু কিশোর তোলে কলোরব। কৃষক মাতে নতুন ধানে, খুশির চলে বান। শাপলা ফোটে ঝিলের জলে, বাউল ধরে গান।


আপনার মূল্যবান মতামত দিন: