শীত এলো রাশেদ রেজা
ভোরবেলাতে খেজুর গাছে ঝুলছে রসের হাঁড়ি।। শীতের পিঠাই বইছে আমেজ, বাংলার প্রতি বাড়ি।।
মায়ের হাতের শীতের পিঠাই, বাঙালিত্বের সাধ মেলে।। বাংলাদেশে শীতের সময়, পিঠার উৎসব থাকে।।
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১ ১২:৫০
আপনার মূল্যবান মতামত দিন: