মোঃ শাহ্ জালালের কবিতা "সত্যি আজ বর্ষা এলো"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০ ০৫:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০ ০৫:০২

ছবি সমসাময়িক
সত্যি আজ বর্ষা এলো মোঃ শাহ্ জালাল।
[gallery ids="944"]
--------------------------০------------------- উদাস হয়ে তাকিয়ে…দেখি দুরে..... কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে। তাই তো বৃস্টি এলেই আমি নিজেকে ভাসিয়ে দেই মন বৃস্টির জলে।
বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠে দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানা। এই ঢাকা শহরের বড়বড় অট্টালিকার ভিড়ে হারিয়েছি তাকে কচুরিপানা মতো.... বহু আগেই। .......... বহু খোঁজা-খুঁজি তবুও পাইনা খুঁজে তার দেখা
আজ বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে, বলনা কেমন আছ প্রিয়া তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে?
কোনো এক বর্ষার দুপুর বেলায়, যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়, সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে, তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি এখনও তোমায়।
সত্যি আজ আবারও বর্ষা এলো, ফরসা আকাশ মেঘলা হোলো, নামছে এখন বৃষ্টি, তোমার কথা মনে পড়লে জানালায় রাখি আমার অচেনা দৃষ্টি।



আপনার মূল্যবান মতামত দিন: