কেশবপুরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ ০৫:০৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ ০৫:০৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ‌
যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে ( ১৫ নভেম্বর) কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান টুলু ও খায়রুল বাশার।

এসময় আরও উপস্থিত ছিলেন হিসাবরক্ষক মিজানুর রহমান,হজরত আলী প্রমুখ। উল্লেখ্য প্রতিযোগিতায় মোট ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়।




আপনার মূল্যবান মতামত দিন: