পুনরায় চালু হল আর্জেন্টিনা দূতাবাস

নিউজ ডেক্স।। | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৯

নিউজ ডেক্স।।
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৯

দৈনিক সমসাময়িক ফটো।

আর্জেন্টিনা আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী এলাকায় তার দূতাবাস পুনরায় চালু করেছে, কাতার বিশ্বকাপ -২০২২ এর পরে পুনরায় দূতাবাস চালুর ব্যাপারে দু'দেশেই আগ্রহ প্রকাশ করে যার ফলশ্রুতিতে আজ দূতাবাস পুনরায় চালু হলো, আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বাংলাদেশে ব্যাপক, আন্তরিক জনসমর্থন এবং উদযাপন দেখেছে সমস্ত বিশ্ব।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যৌথভাবে দূতাবাস উদ্বোধন করেন, ফিতা কাটার আগে উভয় দেশ তাদের জাতীয় সঙ্গীত বাজিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এদিকে আজো আর্জেন্টিনা ফুটবল প্রেমিরা দূতাবাস চত্বরের সামনে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করেন, এর আগে আজ, আর্জেন্টিনার মন্ত্রী এখানে দক্ষিণ আমেরিকার দেশটির নতুন দূতাবাস উদ্বোধন এবং বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর করতে ঢাকায় আসেন। উল্লেখ্য, ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস ১৯৭৮ সালে তৎকালীন দেশ শাসনকারী সামরিক জান্তা দ্বারা বন্ধ করে দেয়। কূটনৈতিক কার্যক্রম, যেমন ভ্রমণের জন্য ভিসা, যার ফলে বাংলাদেশিরা ভারতে আর্জেন্টিনা দূতাবাস দ্বারা সকল কার্যক্রম পরিচালনা হতো।
আর্জেন্টিনা পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো সংবাদ মাধ্যমকে বলেন, "রাজনৈতিক, কৌশলগত এবং বাণিজ্যিক" কারণের ভিত্তিতে পররাষ্ট্র নীতি নির্দেশিকা অনুসারে দূতাবাসটি পুনরায় চালু করা সুবিধাজনক হলো। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সম্প্রতি সাংবাদিকদের কে জানান, "কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের কৃষি ও কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমিতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, তিনি বলেন, দুই দেশ ফুটবল-সংক্রান্ত বিষয়ে একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে, কাতারে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ বিশ্ববাসীর নজর কেড়েছিল, গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন পত্র পাঠান, জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান, চিঠিতে প্রেসিডেন্ট আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবেন বলে তিনি বিশ্বাস করেন।




আপনার মূল্যবান মতামত দিন: