কেশবপুরে জাতীয় বীমা দিবস উদযাপন

অলিয়ার রহমান | প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৭:২৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৭:২৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে বুধবার সকালে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার ও সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। আলোচনার পরে অতিথিবৃন্দ বিভিন্ন বীমা গ্রাহকদের মেয়াদ পুর্তি হয়ে যাওয়ায় তাদের হাতে চেক তুলে দেন।
দুপুরে ডেলটা লাইফ ইনসিওরেন্সের পক্ষ থেকে শহরের মেহের মার্কেটের শাখা কার্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার কেশবপুর শাখার ম্যানেজার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। #




আপনার মূল্যবান মতামত দিন: