কেশবপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ ০৫:৫৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ ০৫:৫৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, সহকারী অধ্যাপক মশিউর রহমান, যশোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং যুব ঋণের চেক দেওয়া হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন সভার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এইচ এম আমির হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
এছাড়া শহরের সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্র সভার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ওয়াজেদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। #




আপনার মূল্যবান মতামত দিন: