
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ- পটিয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও পটিয়া ব্যাংকার ফোরাম সভাপতি আলম শাহ্ সড়ক অবস্থিত বেগমা সুপার শপে কর্ণধার আলহাজ্ব আমির হোসাইন এক বিবৃতিতে পটিয়াবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন,একমাস সব্যাপী সিয়াম সাধনার শেষে শাওয়ালের নতুন চাঁদ পরম আনন্দ ও খুশির ঈদ নিয়ে আসে। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সারা মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন। ঈদ মানেই উৎসব। ঈদ মানেই আনন্দ। প্রতিবছর নির্দিষ্ট রীতিতে এক অপার আনন্দ বিলাতে ফিরে আসে ঈদ। বাংলাদেশসহ এবার পুরো মুসলিম বিশ্বেই ঈদ পালিত হবে ভিন্ন আঙ্গিকে। প অনেকদিন আগে লকডাউন নেই গত দুই বছর আন্দহীন ছিল এবার উৎসাহিত করা হয়। মসজিদে না গিয়ে মানুষ ঘরে বসেই প্রার্থনা করেছে। পবিত্র রমজান মাসের তারাবির নামাজ মসজিদে সীমিত পরিসরে পড়েছে। রীতি অনুযায়ী ধনী-গরিব সবাই মিলে এক কাতারে শামিল হয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয়। এবারে খোলা মাঠে ঈদের জামায়াতও হবে।
এক মাস কঠোর সিয়াম সাধনার পর ঈদগাহে কেউ কোলাকুলি করবে সবাই এবার বাড়িতে যাবে আনন্দ উৎসাহ উদ্দীপনা পালিত হবে পবিত্র ঈদ এবারের ঈদুল ফিতর।কষ্ট ভুলে মানুষ প্রিয়জনের সান্নিধ্য পেতে, একসঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে ছুটে যায়, বন্ধুদের সঙ্গে মেলার জন্য ব্যাকুল হয়। অনেক ভোগান্তি শেষে প্রিয়জনের আলিঙ্গনের সুখ উপভোগ করে। বাবা-মায়ের স্নেহের ছায়ায় ঈদের আনন্দকে উদযাপন করে। নাড়ির টান অনুভব করলেও মানুষ ঘরে ফিরতে। এই না ফেরা নিজের নিরাপত্তার জন্য যতটা, তারচেয়েও বেশি প্রিয়জনের নিরাপত্তার কথা ভাবে তার মাঝেও ঝুঁকি নিয়ে অনেকেই ঘরে ফিরেছেন। ঈদ শেষে তারা কর্মস্থলেও হয়তো একইভাবে ফিরে আসবেন। আলহাজ্ব আমির হোসাইন প্রত্যাশা করেন , ঘরে ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে নিরাাপদে ফিরতে পারে, দায়িত্বশীলরা সেই পথ খোলা রাখবেন। কাউকেই যেন ঝুঁকি নিতে না হয়। পবিত্র রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় ত্যাাগ, পবিত্রতা, পরিচ্ছন্নতা ও সংযমের। করোনাকালে আমাদেরকে প্রতিপদে রমজানের এই শিক্ষা ধরে রাখতে হবে।সুস্থ ও সুন্দর পৃথিবীতে আমরা সব রকম হিংসা-বিদ্বেষ ও হানাহানিমুক্ত হবো, প্রাণভরে শ্বাস নেব, প্রিয়জনের সান্নিধ্য উপভোগ করব, হাসি-খুশি ও আনন্দে ভরে উঠবে প্রতিটি প্রাণ এটাই হোক আমাদের এবারের ঈদের ঐকান্তিক কামনা। সেই সঙ্গে এবারে সবাই ঘরে থেকেই পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেব, এটাই প্রত্যাশা। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক।

আপনার মূল্যবান মতামত দিন: