যশোরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মোয়াজ্জিন মাঝে মাসিক সম্মানী ভাতা প্রদান

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০৮:৫৬

মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০৮:৫৬

ফাইল ফটো

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের অত্র ইউনিয়নের সকল মসজিদের ১৮০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তাদের মাসিক সম্মানী ভাতা প্রদান করেন, ইউপি চেয়ারম্যান জনাব মোঃ রাজু আহম্মেদ।

রবিবারের দিন ইউনিয়ন পরিষদের হল রুমে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই সম্মানী ভাতা প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা প্রদান কালে উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, জিরাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ




আপনার মূল্যবান মতামত দিন: