মণিরামপুর মহাসড়কে বেগারীতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাচ্চাসহ নিহত - ৫

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২ ০৪:৫৮

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২ ০৪:৫৮

ছবি - নিউজ প্রতিনিধি

যশোরে মণিরামপুর মহাসড়কে বেগারিতলায় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাচ্চাসহ ৫ জন নিহত হয়েছে। ২ ডিসেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক ৭ ঘটিকায় সময় বেগারিতলা বাজাের আবু তালেব হোটেল মহাসড়কে সংলগ্ন এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। জানাযায়, যশোরে মণিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মণিরামপুর মহাসড়কের রোডস্থ ঢাকা থেকে ছেড়ে আসা একটি গ্লুকোজ বিস্কুট মালবাহী কাভার্ডভ্যান যার নং ঢাকা মেট্রো - ন ২০- ১৭৫১ সাতক্ষীরা উদ্দেশ্য রওনা হয়, পথিমধ্যে মণিরামপুর উপজেলার বেগারিতলা বাজারে রোডস্থ কভারভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একই সারিতে থাকা ৫ টি দোকান ভেঙে পরে আবু তালেব হোটেলে প্রাচীর ভেঙে ভিতরে প্রবেশ করে এবং হোটেলে সকালে খাবার নিতে আসা ও খাবার খেতে আসা বাচ্চাসহ ঘটনাস্থলে হাবিবুর রহমান (৫০),তার পুত্র তাওসি হোসেন (৭), তৌহিদুর ইসলাম (৩১) শামসুল রহমান (৬৫) এদের ৪ জনের বাড়ী৷ বেগারিতলায় টুনিয়া ঘর ও জিয়ার রহমান (৩৫) বাড়ী জয়পুর এরা পাঁচ জনই মর্মান্তিক কাভার্ডভ্যান সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থানে নিহত হয়। এ দিকে নিহত হাবিবুর রহমান ও বাচ্চা তাওসি হোসেন'র পরিবারে কাছে জানতে চাইলে বলেন, ৭ বছরের বাচ্চা তাওসি পিতা হাবিবুর রহমান নিকট বলেন গত রাতে আমার জন্য কি খাবার এনেছো পিতা বলে না বাবা তবে একক্ষনে চল আমার খুব খিদে পেয়েছে, পিতা তার বাচ্চাকে নিয়ে বাজারে আবু তালেব এর হোটেলে প্রবেশ করতেই যশোর দিক থেকে ছেড়ে আসা মালবাহী কাভার্ড ভ্যানটি কয়েকটি দোকান ভাঙ্গতে ভাঙ্গতে হোটেলে দেওয়াল ভেঙে পিতা পুত্র ও আরো তিন জন মোট বাচ্চাসহ পাঁচ জনের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে মণিরামপুর থানার ও সি মনিরুজ্জামান ঘটনা স্থান পরিদর্শন করেন এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনার নিহত ব্যক্তিদের সন্ক্রান্ত করেন ও নিহতদের যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। এই সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে সিনিয়র এ এসপি জনাব হাসমী,চুকনগর হাইওয়ে ও সি জনাব শওকত হোসেন, ফার্য়ার সার্ভিস কর্মকর্তাসহ পুলিশ ফোর্স। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনার বিষয় মণিরামপুর থানার ও সি মনিরুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কাভার্ড ভ্যানের কিছু আলামত পেয়েছি এবং গাড়ীটি পুলিশ হেফাজতে আছেন। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক এবং মালিকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।




আপনার মূল্যবান মতামত দিন: