জেলা সেরা বিট অফিসার সম্মাননা পেলেন মণিরামপুর থানার এস আই মলাই বসু

তহিদুল ইসলাম, মণিরামপুর | প্রকাশিত: ৫ জুন ২০২৩ ০২:৩৭

তহিদুল ইসলাম, মণিরামপুর
প্রকাশিত: ৫ জুন ২০২৩ ০২:৩৭

ফটো:পুলিশ মিডিয়া সেল

মণিরামপুর থানার সাহসী পুলিশ অফিসার এস আই মলাই বসু জেলার সেরা বিট অফিসার সম্মাননা পেলেন। মণিরামপুর উপজেলা ঢাকুরিয়া বিট অফিসার হিসাবে তিনি বর্তমানে দ্বায়িত্বে আছেন। এস আই মলাই বসু নড়াইল জেলার লোহাগড়া থানার ঝিকড়া গ্রামের,পিতা মৃত মনোজ বসুর মেঝ সন্তান।

তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশে যোগাযোগ করেন।তিনি ২০২২ সালে জুলাই মাসে মণিরামপুর থানায় সরকারী নিয়মনীতি মেতাবেক দ্বায়িত্ব পাই।মণিরামপুর ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন বিটের দ্বায়িত্ব পান।সততা ও নিষ্ঠার সাথে সর্বক্ষণিন খোঁজখবর রাখেন তিনি।তিনি ঢাকুরিয়া ইউনিয়ন কে মাদক মুক্ত করতে সব সময় অভিযান চলমান রেখেছেন। বেশ কয়েক দফায় মাদক সহ মাদক বিক্রেতা কে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।ঢাকুরিয়া ইউনিয়নে বিভিন্ন অপকর্ম সহ বাল্য বিবাহ সচেতনতা মূলক প্রোগ্রাম চলমান রেখেছে।
ঢাকুরিয়া ইউনিয়ন কে একটি সুশীল সমাজে পরিনত করেছেন।সাধারণ মানুষ কে সব সময় সততার সহিত আইনি সেবা প্রদান করায় ৪জুন রবিবার বিপিএম(বার)পিপিএম যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ও পুলিশ সুপার রেশমা পারভীন পি বি আই যশোর জেলা।

সেরা বিট অফিসার সম্মাননা স্মারক এস আই মলাই বসুর হাতে তুলে দেন।
এ-সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় এস আই মলাই বসু গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি বাংলাদেশ পুলিশে অংশ গ্রহন করি ২০১৮ সালে, মণিরামপুর থানার ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন বিটের দ্বায়িত্ব সততার সহিত পালন করে আসছি।আমার এই কৃতজ্ঞতা শুধু আমার নয় আমার সাথে দ্বায়িত্ব পাওয়া সকল পুলিশের। মণিরামপুর সার্কেল স্যার সহ ওসি শেখ মনিরুজ্জামান স্যার আমাকে সঠিক ভাবে সততার সাথে দ্বায়িত্ব পালন করতে আমাকে সহযোগিতা করেছেন।

আমাকে এতো বড়ো সন্মান দেওয়াই বিপিএম(বার)পিপিএম যশোর পুলিশ সুপার স্যার প্রলয় কুমার জোয়ারদার সহ পুলিশ সুপার পিবিআই রেশমা পারভীন ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

মণিরামপুর থানার সাহসী পুলিশ অফিসার এস আই মলাই বসু জেলার সেরা বিট অফিসার সম্মাননা পেলেন। মণিরামপুর উপজেলা ঢাকুরিয়া বিট অফিসার হিসাবে তিনি বর্তমানে দ্বায়িত্বে আছেন। এস আই মলাই বসু নড়াইল জেলার লোহাগড়া থানার ঝিকড়া গ্রামের,পিতা মৃত মনোজ বসুর মেঝ সন্তান।

তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশে যোগাযোগ করেন।তিনি ২০২২ সালে জুলাই মাসে মণিরামপুর থানায় সরকারী নিয়মনীতি মেতাবেক দ্বায়িত্ব পাই।মণিরামপুর ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন বিটের দ্বায়িত্ব পান।সততা ও নিষ্ঠার সাথে সর্বক্ষণিন খোঁজখবর রাখেন তিনি।তিনি ঢাকুরিয়া ইউনিয়ন কে মাদক মুক্ত করতে সব সময় অভিযান চলমান রেখেছেন। বেশ কয়েক দফায় মাদক সহ মাদক বিক্রেতা কে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।ঢাকুরিয়া ইউনিয়নে বিভিন্ন অপকর্ম সহ বাল্য বিবাহ সচেতনতা মূলক প্রোগ্রাম চলমান রেখেছে।
ঢাকুরিয়া ইউনিয়ন কে একটি সুশীল সমাজে পরিনত করেছেন।সাধারণ মানুষ কে সব সময় সততার সহিত আইনি সেবা প্রদান করায় ৪জুন রবিবার জেলা পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে বিপিএম(বার)পিপিএম যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, ও পুলিশ সুপার রেশমা পারভীন পি বি আই যশোর জেলা সেরা বিট অফিসার সম্মাননা স্মারক এস আই মলাই বসুর হাতে তুলে দেন।
এ-সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় এস আই মলাই বসু গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি বাংলাদেশ পুলিশে অংশ গ্রহন করি ২০১৮ সালে, মণিরামপুর থানার ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন বিটের দ্বায়িত্ব সততার সহিত পালন করে আসছি।আমার এই কৃতজ্ঞতা শুধু আমার নয় আমার সাথে দ্বায়িত্ব পাওয়া সকল পুলিশের। মণিরামপুর সার্কেল স্যার সহ ওসি শেখ মনিরুজ্জামান স্যার আমাকে সঠিক ভাবে সততার সাথে দ্বায়িত্ব পালন করতে আমাকে সহযোগিতা করেছেন।

আমাকে এতো বড়ো সন্মান দেওয়াই বিপিএম(বার)পিপিএম যশোর পুলিশ সুপার স্যার প্রলয় কুমার জোয়ারদার সহ পুলিশ সুপার পিবিআই রেশমা পারভীন ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।




আপনার মূল্যবান মতামত দিন: