অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে রাজনৈতিক, সাম্প্রদায়িক ও জাতিগত শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিত্রাণের সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় কবি মুনছুর আলীকে সমন্বয়কারী, প্রভাষক রোকনুজ্জামানকে সহসমন্বয়কারী এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন আলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও নারী প্রতিনিধি সুফিয়া পারভিন শিখাকে পিস অ্যাম্বাসেডর নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট পিএফজি গঠন করা হয়।
সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাজু জবেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বক্তব্য দেন, শিক্ষক নুরুন্নাহার নুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। #
আপনার মূল্যবান মতামত দিন: