কেশবপুরে এ্যাসিল্যান্ড ইরুফা সুলতানার হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২১ ১৩:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ আগস্ট ২০২১ ১৩:৪৮

ছবি সমসাময়িক
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রাম রোধে লকডাউন চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন। বুধবার (০৪ আগষ্ট)দুপুরে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের মেয়ে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রুমানা খাতুন (১৫) এর বাল্যবিবাহের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা মাদারডাঙ্গা গ্রামে আনিছুর রহমানের বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় মেয়ের পিতা আনিছুর রহমানকে বাড়িতে না পেয়ে মেয়েকে বাল্যবিবাহ দেবেননা এই শর্তে মেয়ের মায়ের নিকট থেকে লিখিত মুচলেকা গ্রহণ করেন এবং লোক সমাগমের মাধ্যমে বাল্যবিবাহের আয়োজন করায় ভ্রাম্যমান আদালতে মেয়ের মায়ের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।


আপনার মূল্যবান মতামত দিন: