
রাশেদ রেজা, মাগুরা জেলা প্রতিনিধিঃ- মাগুরা জেলা শালিখা উপজেলার ৪ নং শতখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোটযুদ্ধে জনতার পাশে দাঁড়াতে গত ২৮ অক্টোবর নমিনেশন পেপার জমা দানের মাধ্যমে প্রথমবারের মতো ভোটের মাঠে রেজাউল মুন্সী।
শতখালী ইউনিয়নের সবচেয়ে আলোচিত ৪ নং ওয়ার্ডে (হরিশপুর-পশ্চিমপাড়া, আড়ুয়াকান্দি, খোলাবাড়ি, সিমাখালী) প্রিয় তিন হাজার বত্রিশ জন ভোটারের প্রতিনিধিত্ব করবার লক্ষ্যে, বিগত দিনের সুখে দুখের কান্ডারী ইউপি সদস্য হিসেবে জনতার কাতারে থাকতে চাই। শুধু করোনাকালীন সময়ে নয় খেটে খাওয়া দিনমজুর শ্রমিক বান্ধব এই প্রার্থী বিগত দিনে সবার পাশে থেকে নিজ অর্থায়নে সেবা করে আসছে, তাইতো ভুক্তভোগী খেটে খাওয়া মানুষ এবং কৃষক-শ্রমিক এবার ইউপি সদশ্য হিসাবে রেজাউল মুন্সিকে এই জনপদের দায়িত্ব দেওয়াতে প্রস্তুত।
উক্ত ওয়ার্ডের ভোটার বাদল বিশ্বাস জানান,,, আমাদের সুখে-দুঃখের সঙ্গী শ্রমিক ও মেহনতী মানুষের বন্ধু রেজাউল ভাই সবার থেকে এগিয়ে। মেম্বার প্রার্থী রেজাউল মুন্সি জানান,,, আশা করি জনতার রায় ইনশাল্লাহ আমার পক্ষে আসবে, মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবাণীতে জনগণের ভালো সাড়া পাচ্ছি,সুতরাং জনগণ ই আমার আশ্রয় স্থল।

আপনার মূল্যবান মতামত দিন: