৩ রানে হারলেও বাংলাদেশ

নিউজ ডেক্স।। | প্রকাশিত: ৪ মার্চ ২০২৪ ২২:০৬

নিউজ ডেক্স।।
প্রকাশিত: ৪ মার্চ ২০২৪ ২২:০৬

দৈনিক সমসাময়িক ফটো।।

আজ সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা।

২০৭ রান বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নৈপুণ্যে জমে উঠে খেলাটি শেষ দিকে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। দাসুন শানাকার করা ওভারের প্রথম বলটি ছিল ফুলটস, সেখানে ব্যাট চালিয়ে মিড অফে ধরা পড়েন রিশাদ হোসেন। পরের বলটি নতুন ব্যাটার তাসকিনকে ওয়াইড করেন শানাকা। বৈধ দ্বিতীয় বলে এক রান নিলে স্ট্রাইক পান জাকের। তখন ৪ বলে বাংলাদেশের প্রয়োজন ১০ রান। এমন সমীকরণের সামনে সীমানায় ধরা পড়েন জাকের। শরিফুল ইসলাম উইকেটে এসে প্রথম বলেই চার মারেন। পরের বলে আরও এক রান নিলে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন হয় ৫ রান। কিন্তু তাসকিন ১ রানের বেশি নিতে পারেননি। শ্রীলঙ্কা জয় পায় ৩ রানের।
টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলংকা।




আপনার মূল্যবান মতামত দিন: