
যশোরের মণিরামপুর ১২ নং শ্যামকুড় ইউনিয়নের কৃর্তীসন্তান সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব হেরমত আলী মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহ_রাজিউন)। মরহুমের পারিবারিক সূত্রে জানাযায় গত ১৬ আগষ্ট সন্ধ্যায় বাড়িতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সাথে সাথে পাশবর্তী উপজেলা কেশবপুর হাসাপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ভোররাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
আজ ১৭ আগষ্ট মরহুমের নামাজের জানাযা যোহরের নামাজ শেষে ২ টার সময় নিজ গ্রামের বাড়ি মুজগুন্নি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও গার্ড অব অনার প্রদান করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার প্রদান ও পারিবারিক কবরস্থানে তাকে
দাফন শেষে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মরহুমের পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন সামরিক বাহিনীর যশোরের দায়িত্বশীল উর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষে সিনিয়র অরেন্ট অফিসার ফখরুল ও অন্যান্য সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য ছিলেন এবং ৭১ সালে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের একটি সেক্টরের দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে ও স্ত্রী সহ একাধিক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সর্বস্তরের জনগণ

আপনার মূল্যবান মতামত দিন: