
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। মণিরামপুরে পুলিশ অভিযান চালিয়ে ২১ বোতল রেক্টিফাইট স্প্রিট এবং একটি চোরই ছাগলসহ তিনজনকে আটক করে। তবে অভিযোগ রয়েছে পৌরশহরের মাদক সম্রাট কাঙ্গাল বিশ্বাস রয়েছে ধোরাছোয়ার বাইরে। এ ঘটনায় মামলা হলে পুলিশ সোমবার তাদেরকে আদালতে চালান দেয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, পৌরশহরের ভগবান পাড়ার কাঙ্গাল বিশ্বাসের নেতৃত্বে দীর্ঘদিন মাদক সিন্ডিকেটের তৎপরতা রয়েছে। পৌরশহরের ভগবান পাড়ার মৃত অমূল্য বিশ্বাসের ছেলে কাঙ্গাল বিশ্বাসের নেতৃত্বে এ সিন্ডিকেটের সদস্যরা ইয়াবা, গাজা, ফেনসিডিল, রেক্টিফাইড স্প্রিট হরহামেশে বিক্রি করে আসছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যানবাহনের চালক ও হেলপার কাঙ্গালের সিন্ডিকেট থেকে মাদক কিনে সেবন করে আসছে। ইতিমধ্যে কাঙ্গাল বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ আটক হয়। তার বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি মামলা। কিন্তু জামিনে মুক্ত হয়ে আবারও সে মাদক বিক্রির কাজ শুরু করে।
রোববার রাত ১০ টার দিকে পৌরশহরের গরুহাট মোড় থেকে পুলিশ ২১ বোতল রেক্টিফাইড স্প্রিট সহ কাঙ্গালের প্রধান সহযোগী বরুন বিশ্বাসকে আটক করে। বরুন ওই এলাকার মধাব বিশ্বাসের ছেলে। তবে পুলিশ আটক করতে পারেনি মাদক সিন্ডিকেটের প্রধান কাঙ্গাল বিশ্বাসকে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন।
অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই ছাগলসহ দুই যুবককে আটক করে। এরা হলো যশোর সদর উপজেলার রাজারহাট ধোপাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ও বালিয়াঘাট এলাকার মৃত মোলাম বিশ্বাসের ছেলে হানজালা বিশ্বাস। পুলিশ জানায়, হানজালা ও রবিউল ইসলাম মনিরামপুর থেকে কয়েকটি ছাগল চুরি করে। তাদের বিরুদ্ধে মামলা হয়। রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি ছাগলসহ তাদের আটক করে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, আটক তিনজনকে পৃথক মামলায় সোমবার আদালতে চালান দেওয়া হয়। এছাড়া মাদক সিন্ডিকেট প্রধান কাঙ্গাল বিশ্বাসকে আটকের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে

আপনার মূল্যবান মতামত দিন: