পলাশবাড়ীতে পেশীশক্তি খাটিয়ে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি।। | প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ০০:৫৫

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি।।
প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ০০:৫৫

ছবি- সমসাময়িক ফটো।

পলাশবাড়ীতে পেশীশক্তি খাটিয়ে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামে।

জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের গোলজার রহমান ওরফে আব্দুর রশিদ তার বশতবাড়ীর পাশের জমিতে গোলজার রহমানের রোপনকৃত অনুমান ৩০ হাজার টাকা মূল্যের একটি মেহগনি গাছ নিজেদের দাবী করে মৃত মালেক মিয়ার স্ত্রী বাসনা বেগম খলিলুর রহমান নামের এক গাছ ব্যবসায়ীর নিকট গোপনে বিক্রয় করেন।

উক্ত গাছ বিক্রির কথা গোলজার রহমান জানতে পেরে বাসনা বেগমকে জিজ্ঞাসা করলে বাসনা বেগম উক্ত গাছ নিজেদের দাবী করে এবং ২ ফেব্রুয়ারি বাসনা বেগমের ভাতিজা নজির হোসেনের ছেলে শরিফুল ইসলামে হুকুমে ও ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে পেশী শক্তি খাটিয়ে গাছ কর্তন করতে থাকলে গোলজার রহমান ওরফে আব্দুর ও তার ছেলে গোলাম আজম বাঁধা দিতে গেলে বিভিন্ন রকম জীবনের নাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে গাছ কর্তন করে নিয়ে যায়।

এ ব্যাপারে বাসনা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার টাকার প্রয়োজন ছিল তাই আমি গাছ বিক্রি করেছি।

গোলজার মিয়া ও আব্দুর রশিদ জানান, যে জমিতে গাছ ছিল সেই জমি নিয়ে বাসনার স্বামী আব্দুল মালেক বেঁচে থাকতে কয়েক বছর পূর্বে আদালতে মামলা করলেও মামলার রায় বার বার আমাদের পক্ষেই আসে। তবুও বাসনা বেগম আজ ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে গাছ কর্তন করছে। এসময় আমরা বাঁধা দিতে গেলে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণে মারা সহ হুমকি-ধামকী দেয়। আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।




আপনার মূল্যবান মতামত দিন: