পুলিশ পরিচয়ে প্রেম অতঃপর শ্রীঘরে প্রেমিক

নাওগাঁ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ০৪:২৪

নাওগাঁ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ০৪:২৪

ছবি- সমসাময়িক ফটো।

নওগাঁর পত্নীতলা উপজেলায় পুলিশ পরিচয়ে বিয়ে করতে এসে সোহেল রানা (২৪) নামে এক প্রতারককে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
গত শনিবার (১১ মার্চ) রাত্রিতে উপজেলার দিবরদিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, সোহেল রানা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। সে বেশ কয়েকমাস ধরে মোবাইল ফোনে পত্নীতলা উপজেলার দিবরদিঘী ইউনিয়নের মহদিপুর গ্রামের আলমগীর হোসাইনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে প্রেমের সম্পর্কের ধারাবাহিকতায় গত শনিবার (১১মার্চ) বিকেলে মেয়েকে দেখতে মেয়ের বাড়িতে আসেন প্রতারক সোহেল রানা। এসময় তিনি পুলিশের পোশাক পড়ে ছিলেন। মেয়ে দেখার একপর্যায়ে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে থানা পুলিশকে খবর দেয় মেয়েটির পরিবার। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি যে ভুয়া পুলিশ তা স্বীকার করেন। পরে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।
এদিকে রবিবার (১২মার্চ) সকালে মেয়ের বাবা আলমগীর হোসাইন বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

 




আপনার মূল্যবান মতামত দিন: